ঠাকুরগাও জেলার রানীশংকৈল উপজেলার গাজীর হাট উচ্চ বিদ্যালয়ে আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর সমাবেশ ও গ্রামভিক্তিক অস্ত্রবিহিন ভিডিপি প্রশিক্ষন সমাপনি অনুষ্ঠিত হয়। আজ রবিবার সমাবেশে ইউপি চেয়ারম্যান আবু সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনসার ভিডিপি জেলা কমান্ডার মো. আব্দুল্লাহ বিষেশ অতিথি প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, প্রধান শিক্ষক রমজান আলী, এস আই মামুন স্বাগত বক্তব্য রাখেন আনসার ভিডিপি কর্মকর্তা রেজকেকুজ্জামান। সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন নন্দুয়ার দলনেতা আবু মোতালেব,ধর্মগড় আঃ রশিদ, হোসেনগাও দলনেত্রী লিলি আকতার ও হামিদুর রহমান। শেষে আনসার দলনেতা ও দলনেত্রীদের পূরস্কার এবং মৌলিক প্রশিক্ষনে ৬৪ জনকে সনদ প্রদান করা হয়।