বুধবার ৪ অক্টোবর ২০২৩ ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

রানীশংকৈলে চিকিসৎকের চিকিৎসা

ঠাকুরগাওয়ের রানীশংকৈলের নেকমরদ সিদ্দিকিয়া জন কল্যান প্যাথলজির ডা. নয়ন চন্দ্র বর্ম্মন (৫০) এর ১টি টিভিএস মোটর সাইকেল ছিনতাই হয়।
জানা যায়, জনকল্যান প্যাথলজির পরিচালক ডা. নয়ন চন্দ্র গত ২৩ মার্চ রাতে তার মোটর সাইকেল যোগে জগদল গ্রামে আ. খালেকের বাড়িতে রোগীর চিকিৎসা দেয়ার পর বাড়ী ফেরার পথে রাত ১১ টার সময় জগদল ঈদগাহ মাঠ নামক স্থানে ৪/৫ জনের ছিনতাইকারীর দল তার মোটর সাইকেলের গতিরোধ করে এলোপাথারী মারপিট করে মাথায় আঘাত করে হাত, পা বেঁধে তার টিভিএস মোটর সাইকেল ও ১টি মোবাইল ফোন এবং পকেটে থাকা টাকা, মানিব্যাগ ছিনতাইকারীরা নিয়ে চম্পট দেয়। পরে জ্ঞান ফিরে এলে তার চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্লিনিকে ভর্তি করে চিকিসৎককে চিকিসৎসা দেয়। এ ব্যাপারে থানা অফিসার ইন চার্জ মোনায়েম জানান, বিষয়টি জানি এবং সরেজমিনে ঘটনার তদন্ত করা হয়েছে। অভিযোগ পেলে মামলা করা হবে।

Spread the love