
রানীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে জাতীয় পাটির সাবেক ইউনিয়ন সভাপতি আলহাজ আফতাফুর রহমানের স্ত্রী ফাতেমা খাতুন ২ অক্টোবর সন্ধায় জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ইন্নানিল্লাহে————রাজেউন। পরদিন শক্রবার সকালে মাধবপুর প্রাথমিক স্কুল মাঠে জানাযা শেষে মাধব পুর পারিবরিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর তিনি স্বামী, ২ পুত্র ১ কন্যা সমত্মান অসংখ্য বন্ধু বান্ধব ও গুনগ্রাহী রেখে গেছেন। ফাতেমা খাতুনের মৃত্যুতে জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ইয়াশিন আলী, সাবেক সংসদ সদস্য হাফিজ উদ্দন আহম্মেদ, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, জাতীয় পাটির সম্পাদক আজিজুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, সম্পাদক মোঃ বিপস্নব, সাংবাদিক জিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম পুতুল সহ উপজেলা প্রেস ক্লাবের সকল সদস্যরা মহরহুমার আত্নার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেন।