রাণীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে: মোঃ জিয়াউর রহমান জিয়াঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে গত ২২ অক্টোবর সন্ধায় এক বিচার শালিশ বসলে বির্তক সৃষ্টি হয়। এক পর্যায়ে ঘটনা স্থলে মৌলানার লোক জন ছাত্রীর নানা একরামুল হক খান (৫৫) কে দোকানে ইট পাটকেল মারে,ঘটনা স্থলে খান বেহুশ হয়ে পড়লে স্থানীয় উপজেলা স্বাস্থ্য সেবায় আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। পরদিন ২৩ অক্টোবর সকাল হতে নিহতের পক্ষের লোক জন হত্যাকারী ও প্রভাবশালী নেতা এবং থানা পুলিশের বিরম্নদ্ধে শেস্নাগান দিয়ে সড়ক অবরোধ করে, শহরের কয়েকটি দোকান ভাংচুর ও মৌলানার পক্ষের লোকজনের বাড়িতে অগ্নিসংযোগ করে। পীরগঞ্জ ফায়ার সাভিসের একটি দল আগুন নিয়ন্ত্রনে আনে। জানাযায়, সম্প্রতি মসজিদের মক্তব পড়ানোর সময় আঃ রাজ্জাকের শিশু কন্যা নিশিকে মৌলানা বেলাল হোসেন পড়া না হওয়ার কারনে মারপিট করে। এতে আঃ রাজ্জাক অমানবিক ভাবে শিশুকে মারার অপরাধে মৌলানাকে চড়-থাপ্পর মারে। ফলে গত বুধবার সন্ধায় এলাকা বাসি খানের উপর চড়াও হলে ঘটনা স্থলেই একরামুল হক খান মারা যায়। মুহুতের মধ্যে রংপুর থেকে আসা বসবাসকারী ও কুমিল্লা নোয়াখালি থেকে আসা বসবাস কারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় থানার এসআই রেজওয়ানুল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে এসে আঃ রাজ্জক, ওলিউর, আইয়ুব আলী নবীকে আটক করে। থানায় নিয়ে যাওয়ার সময় প্রভাবশালী নেতার কথায় ছেড়ে দেয়। পরদিন বৃহস্পতিবার নোয়াখালি কুমিলস্না জেলা হতে আসা বসবাসকারীরা রংপুর হতে আসা লোকজনের দোকান পাট ভাংচুর ও বাড়িতে অগ্নিসংযোগ করে সড়ক অরোধ করে রাখে । আ’লীগ সভাপতি সইদুল হক বিক্ষোভ কারীদের বিচারের আশ্বাস দিলে অবরোধ কারীরা শান্ত হয়। এ প্রসঙ্গে থানা অফিসার ইনর্চাজ সুকুমার মহন্ত বলেন বাদীর অভিযোগের প্রেক্ষিতে হত্যা মামলা রেকর্ড করে ২ জন কে আটক করা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এরিপোট লেখা পর্যন্ত শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।