বৃহস্পতিবার ৭ ডিসেম্বর ২০২৩ ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

রানীশংকৈলে তুলা ব্যাবসায়ী অপহরণের অভিযোগ

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার শিবদীঘির তুলা ব্যাবসায়ী ৩১ অক্টোবর গভীর রাত হতে নিখোঁজ রয়েছেন। গত ১ নভেম্বর শতাধিক লোক মিছিল সহকারে থানায় গিয়ে তুলা ব্যাবসায়ীর নিখোঁজের বিষয়টি অবহিত করে।
জানা যায়, উপজেলার শিবদীঘি নামক স্থানে সন্ধারই গ্রামের ওহাব আলীর পুত্র রবিউল (২০) লেপ, তসুক ও তুলার দোকান করত। প্রতিদিনের ন্যায় সে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লে রাত প্রায় ৩ টার সময় অপরিচিত কিছু লোক তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। সে বাড়িতে ফিরে না আসায় স্থানীয় শতাধিক লোক আইন শৃংখলা বাহিনী অপহরন করেছে নাকি সে নিখোঁজ হয়েছে এ ব্যাপারে থানায় বিষয়টি অবহিত করেন।
থানা অফিসার ইনর্চাজ সুকুমার মোহন্ত আইনশৃংখলা বাহিনীর অপহরনের বিষয়টি নাখোচ করে তাদের কে জিডি করে রবিউল কে খোজার পরামর্শ দেন। এ বিষয়ে অভিযোগ গ্রহন করেননি ওসি।

Spread the love