ঠাকুরগাওয়ের রানীশংকৈলে দপ্তরি কাম প্রহরি পদে নিয়োগ বানিজ্যের অভিযোগ। দুই জন পরিক্ষার্থীর পরিক্ষার্থীর পরিক্ষা বর্জন। ইউএনও বরাবর এলাকা বাসির অভিযোগ।
অভিযোগ সূত্রে জানাযায়,উপজেলার লেহেম্বা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরি পদে নিয়োগ আহবান করা হয়। এতে ১২ জন আবেদন করলে ৬ জনের আবেদন বাতিল করে ৬ জনের নামে ইন্টারভিউ কার্ড ইস্যু করে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির ভাই দেবলালের চাকুরি হবে মর্মে ২০ মার্চ পরীক্ষার দিন মিঠুন ওকানুরাম পরীক্ষায় অংশ গ্রহন করেননি। এ ব্যাপারে স্থানীয় বজেন্দ্রনাথ রায় সহ ৯ জন নিয়োগ বাতিলের দাবিতে ইউএনও বরাবর অভিযোগ দাখিল করে। সাবুলাল রায় জানান,নিয়োগ কমিটির সভাপতি অনিল চন্দ্র,প্রধান শিক্ষক রাজিয়া বেগম, সহকারী শিক্ষা কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক ৮লক্ষ টাকা নিয়ে দেবলালকে নিয়োগ দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে। এ প্রসঙ্গে প্রধান শিক্ষক রাজিয়া বেগমের সাথে কথা বললে তিনি জানান,পরীক্ষার নাম্বারের উপর ভিক্তি করে নিয়োগ দেয়া হবে তবে টাকার বিষয়টি আমি জানিনা এবং কেউ প্রমান করতে পারবেনা।