রানীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলায় ১৪ অক্টোবর উপজেলা পরিষদ হলরুমে হেজবুত তওহীদ কর্তৃক প্রকাশিত দৈনিক দেশের পত্রের, বজ্রশক্তি, নিউজ এবং ওনলাইন জেটিভির উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও একপর্যায় বির্তকের সৃষ্টি হওয়ায় সভাটি ভান্ডুল হয়ে যায়। মতবিনিময় সভার চিঠিতে উলেস্নখ করা হয়-হেযবুত তওহীদ সংগঠনের প্রতিষ্ঠাতা এমামুয্যামান মোহাম্মদ বায়াজিত খান পন্নী মহামানব হিসেবে পৃথিবীতে আর্বিভাব হয়ে সঠিক ইসলাম প্রচার করছেন বলে দাবী করেন। একে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, মহামানবটি কে এবং নতুন করে কি ইসলাম শিক্ষা দিতে চাচ্ছে ? তিনি বলেন, একজনই মহামানব তিনি হলেন হজরত মোহাম্মদ (সাঃ)। উপজেলা চেয়ারম্যান আইনুল হক বলেন, হেযবুত তওহীদ সংগঠনটি বির্তকিত সংগঠন বলে মন্তব্য করেন। এনিয়ে ইউএনও এবং আয়োজকদের মাঝে বির্তক সৃষ্টি হলে সভাটি ভান্ডুল হয়ে যায়। এসময় বর্জ্র শক্তি ও দেশের পত্রের রংপুর বিভাগ ব্যুারো প্রধান আমিরুল ইসলাম বলেন, উপজেলায় তিন জন করে সাংবাদিককে নিয়োগ দেওয়া হয়েছে । ইসলাম প্রচারের জন্য তাদের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এ সংবাদপত্রগুলি ভিন্ন আঙ্গিকে ইসলাম প্রচারের ক্ষেত্রে বিশেষ ভাবে প্রকাশিত হচ্ছে।