রানীশংকৈল(ঠাকুরগঁও)সংবাদদাতাঃ আসন্ন রাণীশংকৈল পৌরসভা নির্বাচনকে ঘিরে বিভিন্ন ধরনের হরেক রকম পোষ্টার নজরে পড়ছে। পবিত্র ঈদ এবং শারদীয় দূর্গোৎসব উপলক্ষে এসব পোষ্টার ও ব্যানার টাঙানো হয়েছে। নিজ নিজ অবস্থান থেকে প্রার্থীরা এখন গণসংযোগের মাধ্যমে ভোটরদের কাছে সালাম আর শুভেচ্ছা বিনিময় করছে চায়ের স্টল হতে বিভিন্ন পাড়া মহল্লায় নির্বাচনী গল্প-গুজব। সবার মনে প্রশ্ন কারা হবেন রাীশংকৈল পেীর বাসীর কর্ণধার।