
রানীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা পূজা উদ্যাপন পরিষদ গত ৮ নভেম্বর হাট খোলা দূর্গা মন্ডপ চত্তরে পূর্জা পূর্ণ মিলনীর আয়োজন করে। পূর্জা উদ্যাপন পরিষদ সভাপতি ডিগেন্দ্র নার্থ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াশিন আলী, সংরক্ষিত ৩০১ আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আইনুল হক মাষ্টার, পৌর মেয়র মকলেসুর রহমান, অধ্যক্ষ তাজুল ইসলাম, আ’লীগ সভাপতি সইদুল হক, জেলা পূর্জা উদ্যাপন কমিটির সম্পাদক তপন কুমার ঘোষ, উপজেলা সম্পাদক সাধন বসাক। শেষে রানীশংকৈলের ৫০ টি পূর্জা মন্ডব কমিটির সভাপতি- সম্পাদকদের সাথে কথা বলেন জেলা কমিটি ও উপজেলা কমিটির নেতারা।