রানীশংকৈল প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার আমজুয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আজ বুধবার বিকালে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংম্বর্ধনা অনূষ্ঠিত হয়। সভায় ম্যানেজিং কমিটির সভাপতি খলিলুল্লাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সহ সভাপতি সাংবাদিক মোবারক আলী প্রধান শিক্ষক হামিদুর রহমান কমিটির সদস্য আবু সাই্দ কোরাইশী মাসুদ রানা সহকারী শিক্ষক নাসরিন আকতার কামাল হোসেন ৫ম শ্রেণীর শিক্ষার্থী নুরেশা, মিমি, পারভেজ, বাবলি, রিমন, রাবেয়া, সোনালি, ৪র্থ শ্রেণীর সোহাগ, রফিক ৩য় শ্রেণীর আশা। শেষে বিদায়ীদের মাঝে কলম, স্কেল ও ফুলের মালা দিয়ে সংম্বর্ধনা দেয়া হয়।