ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বজ্রপাতে বাবুল হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সে উপজেলার হাড়িয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
জানা যায়, বাবুল হোসেন হরিপুর উপজেলার জাদবপুর নুরানী মাদ্রাসায় তার ছেলেকে পৌঁছে দেওয়ার ফেরার পথে বৃষ্টি শুরু হলে বাবুল হোসেন একটি গাছে নিচে আশ্রয় নেয়। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই বাবুল মারা যায়।