শুক্রবার ৯ জুন ২০২৩ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে গর্ভবতী মায়ের চেকাপ ও পরিচর্যা ক্যাম্প

বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি : বীরগঞ্জে গর্ভবতী মায়ের চেকাপ ও পরিচর্যা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

 

২২.০৭.২০১৬ শুক্রবার সকাল সাড়ে ১০টায় গোপাল পুর গ্রামে গর্ভবতী মাদের জন্য স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়।

 

’’একটি স্বাস্থ্যবান দিতে পারে সুস্থ্য শিশু ও উজ্জল ভবিশৎ ’’ এই প্রতিপাদ্যকে উপলব্দি করে উপজেলার ভোগনগর ইউনিয়নের ২৬ নং পলস্নীসমাজের সদস্যদের আয়োজনে শতাধিক গর্ভবতী মা চেকাপ ও পরিচর্যা নিতে আসে। স্বাস্থ্য কর্মি জেলেখা বেগম অত্যমত্ম নিবির ভাবে সকল মাদের দিনভর স্বাস্থ্য সেবা দেন। সার্বিক সহযোগিতায় ছিলেন সভা প্রধান রাবেয়া রানী, বিচকা রানী ও আরো অনেকে।