বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

রানীশংকৈলে বিশ্ব পানি দিবস পালিত

ঠাকুরগাওয়ের রানীশংকৈলে বেসরকারি সংস্থা সিডিএ

উদ্যোগে বিশ্ব পানি দিবস ২২ মার্চ আঞ্চলিক কার্য়ালয়ে

পালিত হয়।দিবসটি পালনে বর্ণ্যাঢ র‌্যালী শেষে সিডিএ হল

রুমে আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় হরিমোহন রায়

এফপিওএসর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন

নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আইনুল হক মাষ্টার

বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, প্রেস

ক্লাব সভাপতি মোবারক আলী। বক্তব্য রাখেন আওয়ামী

লীগ মহিলা দলের সম্পাদক ফরিদা ইয়াশমিন,এলাকা

ব্যাবস্থাপক কনেরী নাজনিন, গ্রাম্য সহায়ক কবিরুল

ইসলাম  প্রমুখ।

 

Spread the love