ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল বৈশাখ উদযাপন পরিষদের সাধারণ সভা অনুষ্টিত হয়। ২ এপ্রিল সন্ধায় প্রগতি ক্লাবে বৈশাখ উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ তাজুল ইসলাম পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন কমিটি করার প্রস্তাব করেন।
এসময় সাবেক উপজেলা চেয়ারম্যান সইদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাও -৩ আসনের সংসদ সদস্য বৈশাখ উদযাপন পরিষদের সম্পাদক অধ্যাপক ইয়াশিন আলী, পৌর মেয়র মকলেসুর রহমান, বিএনপি সম্পাদক আতাউর রহমান, আ’লীগ সম্পাদক তাজউদ্দীন (ভার) কমিউনিস্ট পার্টির সম্পাদক তৈয়মুর রহমান, প্রগতি ক্লাব সভাপতি নওরোজ পারভেজ মেনন প্রমুখ। শেষে অধ্যক্ষ তাজুল ইসলামকে সভাপতি ও আবু শাহানশ ইকবালকে সম্পাদক করে ১০১সদস্য বিশিষ্ঠ্য ১৪২১ সালের বৈশাখী মেলার কমিটি গঠন করা হয়।