রানীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় কেটালিস্ট-হেলভেটাস সুইস ইন্টার কোঅপারেশান পাটনারশীপ লোকাল এগ্রি-বিজনেস নেটওয়ার্ক (ল্যান) প্রোগ্রামের কর্মশালা অনুষ্টিত হয়। গত ১৪ অক্টোবর শান্তা কমিউনিটি সেন্টারে বিএডিসি বীজ ও সার ব্যাবসায়ী সমিতি রাণীশংকৈল এবং সার্ভিস ইমারজেন্সি ফর রুলার পিপল (সার্প) এর আয়োজনে উপজেলা ব্যাবসায়ী সমিতি ও কৃষক সমিতি সমূহের অন্তর্ভূক্তিকরন করা হয়। এতে বিএডিসি বীজ ও সার সমিতির সভাপতি আবু বক্কর খানের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, মালটিমিডিয়া উপস্থাপক আমিনুল হাসান, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, সম্পাদক মোঃ বিপ্লব,অন্তর্ভূক্তি কর্মকর্তা আব্দুর রহিম, বিএডিসি ব্যাবসায়ী ফরজন আলী সহ বিভিন্ন কৃষক সমিতি, ব্যাবসায়ী সমিতি প্রানী সম্পদ কর্মকর্তা সমিতি, মৎস্য সমিতির সভাপতি, সম্পাদকরা।