রানীশংকৈল থেকে মোঃ জিয়াউর রহমান (জিয়া) : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার গত ২৩ সেপ্টেম্বর মরনোত্তর দেহ দান করেছেন। মঙ্গলবার তিনি ঠাকুরগাঁও নোটারি পাবলিক ক্লাবে এ্যাডভোকেট অতুল প্রশাদ রায়ের মাধ্যমে এফিডেফিট করে মরনোত্তর দেহ দান করে আরেক দৃষ্টান্ত স্থাপন করলেন। এফিডেফিটে তিনি উলেস্নখ্য করেছেন তার মৃত্যু হলে লাশটি শিক্ষা এবং গবেষনার কাজে দান করা হবে। শরীরের বিভিন্ন অংঙ্গ প্রতঙ্গ কোন অসুস্থ মানুষ ও নিতে পারবেন। এতে আর ও উল্লেখ্য করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় অথবা কোন রিশোর্স সেন্টার বা কোন হাসপাতালে রাখা হবে এ জন্য তিনি মানব কল্যান দেহ দান সমিতি কে অনুরোধ করেছেন। এ প্রসঙ্গে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি অধ্যাপক সইদুল হক বলেন, বিজয় কুমার শিক্ষকতা পেশায় অনেক পরিশ্রম ও মেধা দিয়ে শিক্ষা প্রষ্ঠানটিকে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানে ভূষিত করে রানীশংকৈল বাসির মুখ উজ্জল করে যেমনি বাহবা কুড়িয়েছেন । এবার তিনি মরনোত্তর দেহ দান করে আরেক দৃষ্টান্ত স্থাপন করলেন রাণীশংকৈলে।
মোঃ জিয়াউর রহমান (জিয়া)
রাণীশংকৈল,ঠাকুরগাঁও।
মোবাঃ ০১৯১৭২২১০৭৮