রানীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ৩ টি স্থানে গত ১৮ নভেম্বর কৃষক মাঠ দিবস অনূষ্ঠিত হয়। খামার যান্ত্রিকীকরনের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় কম্পাইন হরভেস্টার প্রর্দশনি ও মাঠ দিবস বাঁশবাড়ি মাঠে ধান কর্তন , মাড়াই ও বসত্মা জাত করন দেখানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আইনুল হক মাষ্টার, কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম পুতুল, প্রেস ক্লাব সাবেক সভাপতি মোবারক আলী, সাবেক সম্পাদক মোঃ বিপস্নব, সাবেক সহ সভাপতি সেতাউর রহমান, কৃষি উপ সহকারী কর্মকর্তা মোসত্মাফিজুর রহমান, দিপঙ্ক রায়, সাদেকুল ইসলাম প্রমূখ।