সোমবার ২৯ মে ২০২৩ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

রানীশংকৈলে রবি শষ্য আবাদ করে বেশি মুনাফ অর্জন করা যায়

রানীশংকৈল (ঠাকুরগাঁও)সংবাদাদাতাঃ উত্তর অঞ্চলের ঠাকুরগাঁও জেলাকে ধান-গম আবাদের শহর বলা হলেও এবারে অধিক ফসল ঘরে তুলে অর্থনৈতিক ভাবে লাভবান হওয়ার লক্ষে কৃষি বিভাগ মাঠ দিবস উঠান বৈঠক সহ কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি অফিস সূত্রে জানা যায় রানীশংকৈল উপজেলা ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা উপসহকারি কর্মর্তারা কৃষকদের ধান -গম আবাদের পাশাপশি রবি শষ্য সবজি শিম-লাও-মিষ্টি কুমরা লালসাক মুলা -পেঁপে ও কলা চাষে সচেতনা মূলক বৈঠক করে যাচ্ছেন নন্দুয়ার ইউনিয়ানে গিয়ে দেখাযায় কৃষি ক্ষেত্রে ব্যাপক সাফল্য চোখে পড়ার মতো চিত্র সেখানে কৃষি উপসহকারি কর্মর্কতা সাদেককুল ইসলাম সন্ধ্যারই গ্রামে হিসাবে গড়ে তুলেছেন কোন কৃষকের বাড়িতে সামান্য জায়গায় পড়ে থাকলে সেখানে সবজে চাষ শিম ,লাও ,মিষ্টি কুমরা ,মূলা,পেঁপে , টমেটো ,কলা চাষের পরার্মশ প্রদান করেন । এছাড়াও রাসত্মার ধারে ২০০টি নিম ওগাছ ২০০তেলের বীজরোচন করেছেন এ প্রসঙ্গে বাশঁবাড়ি গ্রামের আ.রশিদ ও সন্ধ্যারই গ্রামের হিরেন চন্দ্র ,রফিকুল ইসলাম বলেন ,ধান গমের পাশাপাশি কাটা ফসল আবাদ করছি তাতে আমাদের খাওয়ার হয়ে বাজারে বিএিু করা যায় এদিকে সন্ধ্যারই গ্রামের মতি বলেন আগে আমরা ময়লা আর্বজনা গোবর খোলা যায়গায় সতপ করে রাখতাম ,কিন্তু কৃষি অফিসার সাদেকুল পরামর্শ র্গত করে উপর টিনের অথবা পলিথিনেরে চাল দিয়ে রেখে জৈব্য সারের অনেক গুনাগুন পাওয়া যাচ্ছে ।

এ ব্যাপারে উপসহকারি কর্মকর্তা সাদেকুল এ প্রতিনিধি বলেন , কৃষি ক্ষেত্রে অন্যান্য ফসলের পাশাপাশি কাট ফসল আবাদ করে অধিক মুনাফা পাওয়া যায় তাই ধান ও গম চাষের পাশাপাশি কাট ফসলের প্রযুক্তি বেশ জন প্রিয় হয়ে উঠেছে । এ ব্যাপারে কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলামের সাথে কথা বললে মুলত ৩টি মৌসুমে আবাদ করা হয় । গত মৌসুমে ১২৫০হেক্টর জমিতে রবি শষ্য আবাদের লক্ষ মাত্রা নির্ধারন করা হয়ে ছিল এবার তুলানা মুলকভাবে বেড়েছে ।