রানীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার প্রবীন সাংবাদিক নূরুল হকের পিতা হাফিজ উদ্দীন (মূদি) ২অক্টোবর বিকালে বাধ্যক জনিত কারনে ইন্তেকাল করেছেন ইন্নানিল্লাহে————রাজেউন। শক্রবার সকালে করনাইট আদর্শ স্কুল মাঠে জানাযা শেষে পারিবরিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর তিনি ২ পুত্র ৩কন্যা সন্তান সহ নাতি নাতীনি, অসংখ্য বন্ধু বান্ধব ও গুনগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক নুরুল হকের পিতার মৃত্যুতে জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ইয়াশিন আলী, সাবেক সংসদ সদস্য হাফিজ উদ্দন আহম্মেদ, জাতীয় পাটির পৌর সাবেক সভাপতি আবু তাহের, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী,সাংবাদিক জিয়া সহ সকল সদস্যরা মহরহুমের আত্নার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেন।