
রাণীশংকৈল প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে মর্মন্তাত্তিক সড়ক দূঘটনায় একজন নিহত ও ৬ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদশী সুত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে নেকমরদ থেকে বালিয়াডাঙ্গী যাওয়ার পথে চন্দনচহট নামক স্থানে মিনি বাস আসাদুর এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো ৩৯০১) ও ভটভটি মুখোমুখি সংর্ঘষ হয়ে সড়ক দুর্ঘটনায় তাৎক্ষনিক ভাবে ঘনশ্যামপুর গ্রামে খলিল এর পুত্র নাসিরুল (৩৫) নিহত হয়। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় বালিয়াডাঙ্গী হাসপাতালে ভর্তি রয়েছেন তারা হলেন আবুবক্কর সিদ্দিক(৪৫), জাহাঙ্গীর (৩৫), কাদের (৩৫), রিয়াজুল (৫০),আইজুল (৫০),আঃ রহিম (৪৫)। রানীশংকৈল থানা ইনর্চাজ সুকুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।