শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

রানীশংকৈলে ৫০টি পূজা মন্ডবের মধ্যে ১৫ টি ঝুকিপূর্ন

রানীশংকৈল থেকে জিয়াউর রহমান (জিয়া) : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় শ্বারদীয় দূর্গাপূজার প্রতিমা তৈরির কাজ শেষ এখন ভক্তদের পূজা শুরু। এজন্য থানা পুলিশ ১৫টি ঝুকিপূর্ন, ১৮টি সাধারন ঝুকিপূর্ন ও ১৭টি সাধারন মন্ডব চিহৃত করেছে। ঝুকিপূর্ণ মন্ডব গুলো হল কলেজ পাড়া, কেন্দ্রিয় গোবিন্দ, হাট খোলা, ভরনিয়া হাট, নেকমরদ, করনাইট, রাউৎনগর, চাপোর পাবর্বতীপুর, কাতিহার শ্যামরাই, বাচোর হাট খোলা, বগলাডাঙ্গী, প্রয়াগপুর, বলিদ্বারা, কুমুরিয়া ও ভন্ডগ্রাম পূজা মন্ডব। উপজেলার পূজা উদ্যাপন পরিষদ সূত্রে জানা গেছে, ২৯ সেপ্টেম্বর সন্ধা হতে শুরু হয়েছে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধমীয় উৎসব শ্বারদীয় দূর্গা পূর্জা, এজন্য ৫০ টি মন্ডবে মন্ডবে শেষ হয়েছে সাজ সজ্জার কাজ। এ প্রসঙ্গে পূজা উদাযাপন কমিটির সদস্য উপধ্যাক্ষ মহাদেব বসাক জানান, মা দূর্গা দেবীর আগমন ও অধিবাসের মাধ্যমে ঢাক ঢোল, কাশি ,বাশি বাজিয়ে মন্ডপ গুলোতে পূজা শুরু হয়েছে। তিনি আর ও জানান, এ বছর জননীর (দেবী) আগমন হয়েছে নৌকায় আর মা দেবী রেখে যাবে শান্তি, সমৃদ্ধি ও কল্যানের বানী। মা দেবী নিয়ে আসবে সৃষ্টির সব সুখ আর দূর করবে যাবতীয় অন্যায় অত্যাচার। এ ব্যাপারে পূজা উদ্যাপন কমিটির সভাপতি ডিগেন্দ্র নাথ রায় সম্পাদক সাধন বসাক জানান, পূজা মন্ডপ গুলো সাজানো হয়েছে নতুন সাজে, আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে প্রতিটি মন্ডপ। থানা অফিসার ইনচার্জ সুকুমার মোহমত্ম বলেন, প্রতিটি পূজা মন্ডপে পুলিশ বাহিনির পাশাপাশি আনসার ভিডিপি নিয়োগ করে দর্শনাথীদের জন্য সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে, এছাড়াও মোবাইল টিম প্রতিটি ইউনিয়নে টহলের নিদেশনা রয়েছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, দূর্গা পূজা উপলক্ষে রানীশংকৈল উপজেলায় এবার ৫০টি মন্ডবের অনূকুলে ৫শ কেজি করে প্রতিটি মন্ডবে দেওয়া হয়েছে।

 

Spread the love