বৃহস্পতিবার ১ জুন ২০২৩ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

রানীশংকৈল ডিগ্রি কলেজে দিনব্যাপী আলোকচিত্র প্রর্দশনী

সফিকুল ইসলাম শিল্পী,রানীশংকৈল প্রতিনিধি:

ঠাকুরগাওয়ের রানীশংকৈল  উপজেলার ”রানীশংকৈল ডিগ্রি কলেজ” চত্তরে ১৭ আগষ্ট বুধবার সকালে জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদত র্বাষিকী উপলক্ষে ”ছবি কথা বলে” শিরনামে  দিনব্যাপী আলোকচিত্র প্রর্দশনী প্রর্দশিত হয় । চেতনার পুরোভাগেই মুক্তির শ্লোগান” এমন একটি প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পুরো আগষ্ট মাস জুড়েই থাকছে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত হাজারো সাদা-কালো ছবি নিয়ে সেকান্দার আলম হিরার আলোকচিত্র প্রর্দশনী । ১ আগষ্ট থেকে পুরো মাস জেলার বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের বঙ্গব›ধ শেখ মুজিবুর রহমানের প্রর্দশনীর মাধ্যমে সত্যিকারের ইতিহাসকে বুঝতে পারবে , ঠিক এ কারনে  ছবি নিয়ে ছুটে চলছেন আয়োজক সেকান্দার আলম হিরা । হিরা বলেন,তার হাতে গড়া পীরগন্চে একটি বঙ্গবন্ধুর পাঠশালা রয়েছে।জীবনের বাকি সময় জাতির জনকের ইতিহাস নতুন প্রজেন্মরকে পৌচ্ছে দিতেই তিনি এ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ।