রানীশংকৈল (ঠাকুরগাঁও )সংবাদদাতাঃ -ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা ভূমি অফিসে ২৭ জুন হেল্প ডেক্স ও শীতল কুটির উদ্ভোধন করা হয়। হেল্প ডেক্স ও শীতল কুটির (গোল ঘর) উদ্ভোধন অনূষ্ঠানে সহকারি কমিশনার ভূমি মাসফাকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াশিন আলী, সংরক্ষিত ৩০১ আসনের সংসদ সদস সেলিনা জাহান লিটা, উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা জাহেরুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী,বিশিষ্ঠ্য ব্যাবসায়ি আহাম্মেদ হোসেন ¬িবপ্লব, প্রধান সহকারি খোকন সহ সাংবাদিক, ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারিরা।