শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

রানীশংকৈল সীমান্তে বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠক

রাণীশংকৈল (ঠাকুরগাও) থেকে মোঃ জিয়াউর রহমান : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন জগদল বিওপির ৩৭৪ পিলারে বিজিবি- বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে ২৭ অক্টোবর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্তে মানুষ হত্যা বন্ধ, ফেন্সিডিল পাচার রোধ সহ দু দেশের সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে আলোচনা করেন বাংলাদেশের ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল আকরামুল হক পিএসসি, ভারতের কিষানগঞ্জ সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার এএস পানওয়ার এর মধ্যে বিষয়োক্ত পতাকা বৈঠক    হয়। এছাড়াও বিজিবির মধ্যে নেতৃত্ব দেন লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক অধিনায়ক ১৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন পঞ্চগড়, মেজর মোহাম্মদ তৌহিদ-বিন-ইসহাক ভারপ্রাপ্ত অধিনায়ক ৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ঠাকুরগাঁও। বিএসএফ’র মধ্যে নেতৃত্ব দেন শ্রী জিবু ম্যাথিউ টুআইসি, শ্রী পিকে রঞ্জন ডিসি। বিজিবি জনসংযোগ কর্মকর্তার প্রেস রিলিজে জানাযায় সুন্দর ও শান্তি পূর্ণ পতাকা বৈঠক শেষে দু’ দেশের কর্মকর্তাদের পুরস্কার প্রদান করা হয়।

Spread the love