বুধবার ৪ অক্টোবর ২০২৩ ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

রাবি’র ঘটনায় বোদা পাথরাজ কলেজ ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ

মোঃ নুরেহাবিব সোহেল,বোদা(পঞ্চগড়) প্রতিনিধিঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গত রোববার ক্যাম্পাছে ছাত্রলীগের সসস্ত্র হামলা এবং গুলিবর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বোদা পাথরাজ কলেজ শাখা ছা্ত্রদল।

বোদা পাথরাজ কলেজ শাখার যুগ্ন আহবায়ক রিয়াদ আল মামুন জুয়েলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাথরাজ কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা কলেজ দক্ষিনায়ন হল শাখার সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম আকাশ। তিনি বলেন সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগ হামলা চালিয়ে প্রমান করেছে তারা দেশের শিক্ষাঙ্গন গুলোতে পড়া লেখার পরিবর্তে তাদের অস্ত্রাগার বানাতে চায়। এর মাধ্যমে প্রমানিত হয়েছে ছাত্র লীগ এখন অস্ত্রলীগে পরিনত হয়েছে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজ শাখার সদস্য সচিব রবিউল ইসলাম রবি,যুগ্ন আহবায়ক অসিম,ছাত্রনেতা সাজু,হৃদয় প্রমুখ। এর আগে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল কলেজ চত্ত্বরে বিক্ষোভ প্রদর্শন করে।

Spread the love