মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

রাবি অধ্যাপক শফিউল ইসলামের অকাল মৃত্যুতে হাবিপ্রবি’র প্রগতিশীল শিক্ষক ফোরামের শোক

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলমের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হাবিপ্রবি প্রগতিশীল শিক্ষক ফোরাম।

সোমবার বিকেলে হাবিপ্রবির সংযোগ বিভাগের সেকশন অফিসার মমিনুল ইসলাম প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শোকাবহ এই সময়ে আমরা তার স্বজনদের জানাই গভীর সমবেদনা। সেই সাথে এ মৃত্যুর নেপথ্যে থাকা দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে হাবিপ্রবি প্রগতিশীল শিক্ষক ফোরাম। অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম ছিলেন আপন আলোয় উদ্ভাসিত একজন শিক্ষাবিদ। তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের সক্রিয় সদস্য ছিলেন।

তিনি ছিলেন একজন নির্মোহ, সৎ, নিরহংকারী এবং আদর্শ শিক্ষক। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, বিভাগীয় সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সুনামের সাথে পালন করেছেন। তার দেশপ্রেম ও নিরলস জ্ঞান সাধনা আমাদের চির প্রেরনার উৎস হয়ে থাকবে। শোকবার্তায় তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

 

Spread the love