সাব্বির হোসেন অনিক (রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক) ঃ
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শের পরিপন্থী কাজ করায় রাজশাহী
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতার পদ স্থগিত করা হয়েছে। একই সাথে
তাদেরকে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশও করা হয়েছে।
পদ স্থগিত নেতারা হলেন- রাবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুর রহমান
আতিক এবং সাংগঠনিক সম্পাদক কাওসার আহমেদ কৌশিক। সোমবার সন্ধ্যায় রাবি
ছাত্রলীগের দফতর সম্পাদক আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আতিক ও কৌশিক বিভিন্ন সময় দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে
আসছিল। তাই বিশ্ববিদ্যালয় সভাপতি মিজানুর রহমান রানা ও সাধারণ সম্পাদক
তৌহিদ আল হোসেন তুহিন তাদের পদ স্থগিত করে তাদেরকে বহিষ্কারের জন্য
কেন্দ্রে সুপারিশ করেছেন। রাতের মধ্যে কেন্দ্রে লিখিত কপি পাঠিয়ে দেয়া
হবে বলেও জানান তিনি।