
বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ. নিকোলেভ রাশিয়ার বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার প্রদানের আশ্বাস দিয়েছেন। রাশিয়ার রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আজ রবিবার সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে নতুন শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়াসহ শিল্প মন্ত্রণালয় এবং রাশিয়ান দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে শিল্পখাতে দ্বিপাক্ষিক সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় রাষ্ট্রদূত শিল্প ও বাণিজ্য খাতে দ্বিপাক্ষিক সহায়তা জোরদার করতে দুদেশের মধ্যে সরকারি পর্যায়ে একটি যৌথ বাণিজ্য ও অর্থনৈতিক সহায়তা কমিশন গঠনের ওপর গুরুত্ব দেন।
শিল্পমন্ত্রী বলেন, দুদেশের মধ্যে শিল্পায়ন ও বাণিজ্যিক সহায়তা বাড়াতে যৌথ অর্থনৈতিক কমিশন গঠন একটি ইতিবাচক উদ্যোগ। তিনি এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দিতে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি জানান, এর আওতায় রাশিয়ার উদ্যোক্তারা বাংলাদেশের সম্ভাবনাময় শিল্প খাতে বিনিয়োগ করতে চাইলে সরকারের পক্ষ থেকে সম্ভব সব ধরণের সহায়তা দেয়া হবে।
আমির হোসেন আমু বলেন, বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার প্রতি সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ইতোমধ্যে চীন ও জাপানসহ উন্নত দেশগুলো বাংলাদেশে বিনিয়োগের জন্য পৃথক অর্থনৈতিক অঞ্চলের সুবিধা চেয়েছে। রাশিয়া এ ধরনের প্রস্তাব দিলে বাংলাদেশ তা ইতিবাচক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবে বলে তিনি উল্লেখ করেন।