সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির সাথে ঢাকায় নিযুক্ত ২ কূটনীতিকের সাক্ষাৎ

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আজ বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে আলাদা আলাদভাবে সৌজন্য সাক্ষাত করেন ইতালিতে বাংলাদেশের নব নিযুক্ত রাষ্ট্রদূত আবদুস সোবহান শিকদার ও শ্রীলংকায় বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, বৈঠককালে রাষ্ট্রপতি দূতদেরকে ইতালি ও শ্রীলংকায় বাংলাদেশের পণ্য রফতানি বৃদ্ধি করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তিনি, দেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক অগ্রগতি সর্ম্পকে ইতালি এবং শ্রীলংকায় তুলে ধরার জন্য দূতদের পরামর্শ দেন।
প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করতে রাষ্ট্রপতি তাদের প্রতি আহ্বান জানান। আবদুস সোবহান সিকদার ও রিয়াজ হামিদুল্লাহ রাষ্ট্রদূত ও হাই কমিশনার হিসেবে তাদেরকে নিয়োগ দেয়ার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা রাষ্ট্রপতিকে অবহিত করেন যে, দুই দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণে নিজ নিজ প্রচেষ্টা অব্যাহত রাখবেন এবং তাদের দায়িত্ব পালনে তার সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।