শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির সাথে বঙ্গভবনে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

Pm-12রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাবিার দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে যান। এ সময় তার সাথে ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুঁইয়াও।

এদিকে রেওয়াজ অনুযায়ী বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী সে বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করে থাকেন। রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর এ সাক্ষাতও তার ব্যাতিক্রম কিছু নয় বলে বঙ্গবভন সূত্রে জানা গেছে।

ধারণা করা হচ্ছে, হজ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেয়ার বিষয়টিও এ সাক্ষাৎ চূড়ান্ত হতে পারে।

এ প্রসঙ্গে জানতে চাইলে রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানান, মহামান্য রাষ্ট্রপতি পবিত্র হজ পালন করে দেশে ফিরেছেন। তার আগে জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে দেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ফেরেন। তাই তারা সৌজন্য সাক্ষাৎ করলেন।  এক প্রশ্নের জবাবে তিনি জানান, অন্য বিষয়েও আলোচনা হতে পারে। তবে এ নিয়ে আগাম কিছু বলা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।।

Spread the love