
ভারতের সফররত পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের জন্য সুষমা স্বরাজকে অভিনন্দন জানান এবং তার এ সফরের ফলে দুই দেশের মধ্যেকার বন্ধুত্ব আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন। দু’দেশের মধ্যে বিদ্যামান সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান হবে বলেও রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি ভারতের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। সুষমা স্বরাজ বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে। এসময় ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং, বাংলাদেশে ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ, ভারতে বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিম, পররাষ্ট্র সচিব শহীদুল হক এবং রাষ্ট্রপতি কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।