পবিত্র হজব্রত পালনের লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার রাষ্ট্রপতি আবদুল হামিদ সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবেন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে আগামীকাল রাত ২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। তিনি সৌদি বাদশাহ’র আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে হজ পালন করবেন। রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম একথা বলেন। তিনি বলেন, রাষ্ট্রপতি হজে যাওয়ার প্রাক্কালে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। তিনি হজ পালনকালে দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য দোয়া করবেন। রাষ্ট্রপতি আগামী ১০ অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।