
১০ম ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরামে (ডাব্লিউআইইএফ) যোগ দিতে রাষ্ট্রপতি আবদুল হামিদ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পৌঁছেছেন। রাষ্ট্রপতি এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে দুবাই আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেন। ইউএইর গণপূর্ত প্রতিমন্ত্রী ড. আবদুল্লাহ বিন মোহাম্মেদ বেলহাইফ আল নুয়াইমি ও দুবাই চেম্বার অব কমার্সের চেয়ারম্যান আবদুল রহমান সাইফ আল খুরাইর বিমান বন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। রাষ্ট্রপতিকে বিমান বন্দর থেকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল গ্রান্ড হায়াতে নেয়া হয়। আগামীকাল মঙ্গলবার এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এর আগে ১০ম ডব্লিউআইইএফ- এ যোগদানের জন্যে রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ সোমবার সকালে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আজ সকাল ৯টা ৫৫ মিনিটে আমিরাত এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। অর্থমন্ত্রী এএমএ মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, তিন বাহিনীর প্রধান, কূটনৈতিক কোরের ডীন এবং সংশ্লিষ্ট উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ বিমান বন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মাদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে রাষ্ট্রপতি দুবাই সফরে যান। ডব্লিউআইইএফ সম্মেলন আগামীকাল মঙ্গলবার রাষ্ট্রপতি আবদুল হামিদ এই সম্মেলনে ভাষণ দেবেন। তিনি ২৯ অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।