মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বৈঠক

আজ বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানান, বৈঠককালে প্রধানমন্ত্রী সম্প্রতি তার ইতালি ও সংযুক্ত আরব আমিরাত সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সাফল্যজনক সফরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ম আসেম সম্মেলন যোগদানের লক্ষ্যে গত ১৫ অক্টোবর চারদিনের সফরে ইতালী যান। পরে ২৫ অক্টোবর তিনি তিনদিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাত যান। সাক্ষাতের জন্য বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

Spread the love