রবিবার ২৬ মার্চ ২০২৩ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

রিজভী ফের তিন দিনের রিমান্ডে

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় ফের তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

পুলিশের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। মামলা সষ্ঠু তদন্তের জন্য মোহাম্মদপুর থানার পুলিশ তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

এর আগে, ২০ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানার মামলায় ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদার তার বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

১৬ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানার মামলায় ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১০ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানার মামলায় ঢাকা মহানগর হাকিম আমিনুল হক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

৪ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানার মামলায় ঢাকা মহানগর হাকিম রেজাউল করিম রিজভীর বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড দেন। ১ ফেব্রুয়ারি বাড্ডা থানার মামলায় ঢাকা মহানগর হাকিম আলমগীর কবির রাজ তাকে তিন দিনের রিমান্ড দেন।

৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে র‌্যাব সদস্যদের হাতে আটক হন রিজভী।