
নিজেকে রেকর্ডের অনন্য এক উচ্চতায় নিয়ে যাচ্ছেন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। একের এক এক রেকর্ড গড়েই চলেছেন তিনি। টেস্ট ক্রিকেটের ইতিহাসের মাত্র ৩য় অলরাউন্ডার হিসেবে একই ম্যাচে সেঞ্চুরি ও ১০ উইকেটের কীর্তি গড়ার পর এবার ওয়ানডেতেও ৪র্থ ক্রিকেটার হিসেবে দেশের মাটিতে ২০০০ রান এবং ১০০ উইকেট নেয়ার গৌরব অর্জন করলেন তিনি। আজ শুক্রবার চট্টগ্রামে শুরু হওয়া ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের ১ম ম্যাচেই এ রেকর্ড স্পর্শ করলেন সাকিব। আর এ রেকর্ড গড়তে দেশের মাটিতে তাকে ৭১ ম্যাচ খেলতে হয়েছে।
দেশের মাটিতে অবশ্য ১০০ উইকেট পাওয়ার মাইলফলক আগেই স্পর্শ করেছিলেন বিশ্বসেরা এ অল রাউন্ডার। তবে চট্টগ্রামে সিরিজের ১ম ওয়ানডে শুরুর আগে দেশের মাটিতে ২০০০ রান থেকে মাত্র ১৬ রান দূরে ছিলেন তিনি। ফলে খেলার ১৯তম ওভারে চিঙ্গাম্বুরার একটি বল থার্ডম্যানে পাঠিয়ে দেশের মাটিতে ২ হাজারি ক্লাবে নাম লিখিয়ে ফেলেন তিনি। আর তাতেই তিনি শ্রীলঙ্কার জয়সুরিয়া, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস এবং অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ’র পাশে নাম লিখাতে সক্ষম হন।
প্রসঙ্গত শ্রীলঙ্কার জয়াসুরিয়া দেশের মাটিতে ১২৮ ম্যাচ খেলে ৩ হাজার ৮৮০ রানের পাশাপাশি নিয়েছেন ১১৯ উইকেট। ১৫৩ ম্যাচ খেলে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ ৩ হাজার ১৬৫ রানের পাশাপাশি নিয়েছেন ১০১ উইকেট। আর দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্যালিস নিজ দেশে ১৪২ ম্যাচ খেলে ৫ হাজার ১৭৮ রানের পাশাপাশি নিয়েছেন ১১৬ উইকেট। অবশ্য এ ম্যাচে তিনি ক্যারিয়ারের ৬ষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি পেয়েছেন।