
প্রধানমন্ত্রীর বিশেষদূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে নিরাপত্তা নেই। গণতন্ত্র নেই। রেড এলার্ট দিয়ে বিদেশিরা চলে যাচ্ছে। বায়াররা আসছে না। কিসের গণতন্ত্র? কোন দেশে বাস করি?
জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে দলের রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় রবিবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
বর্তমান সরকারের শাসনকে জাহেলিয়াতের যুগ আখ্যায়িত করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘মানুষ জাহেলিয়াতের এ যুগে আর থাকতে চায় না। মানুষ মুক্তি চায়। আমাদের কেউ বন্ধু না। আমাদের বন্ধু আমরাই। দুর্বলের সঙ্গে কেউ বন্ধুত্ব করে না। আমরা সবল হলে সবাই আমাদের সঙ্গে বন্ধুত্ব করবে।’
তিনি বলেন, ‘মানুষের মনে আজ শান্তি নেই। বাক-স্বাধীনতা নেই। রাস্তায় বিজিবি। এটা কিসের লক্ষণ? দেশের জনগণ ঘরে-বাইরে নিরাপত্তাহীন। মানুষ অন্ধকার এ যুগে আর থাকতে চায় না। মুক্তি চায়, শান্তি চাই। একমাত্র জাতীয় পার্টি মানুষকে শান্তি দিতে পারে, নিরাপত্তা দিতে পারে।’
দলীয় নেতাদের উদ্দেশে প্রাক্তন রাষ্ট্রপতি বলেন, ‘তোমাদের কাছে আমার আবেদন। জাতীয় পার্টিকে ক্ষমতায় নিতে হবে। এটাই শেষ সুযোগ। আমি বেঁচে থাকলে ইনশাআল্লাহ জাতীয় পার্টি ক্ষমতায় যাবে।’
দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সভাপতিত্বে রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন পার্টির জ্যেষ্ঠনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, দলের প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, সুনীল শুভরায় প্রমুখ।