বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর জেলা ইউনিটের নির্বাচন সম্পন্ন

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর জেলা ইউনিটের ৩ বছর মেয়াদী (২০১৫-২০১৭) কার্যনির্বাহী কমিটির নির্বাচন ও ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার শহরের পাহাড়পুরস্থ রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিট কার্যালয় ও হাসপাতাল ভবন প্রাঙ্গনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সাধারণ সভায় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. হাসনে ইমাম নয়ন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের (২০১৫-২০১৭) ৩ বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ বজলুল হক, সেক্রেটারী মোঃ আলাউদ্দিন, কার্যনির্বাহী সদস্য আতাউর রহমান আজাদ বাবলু, কামরুল হুদা হেলাল, রণজিৎ কুমার সাহা, ইঞ্জিনিয়ার মো. লুৎফুল কবির বকুল এবং আবু ইবনে রজবকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করেন।

এর আগে সকাল ১০টায় রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ বজলুল হকের সভাপতিত্বে ৪১তম বার্ষিক সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন দিনাজপুর ইউনিটের সেক্রেটারী মো. আলাউদ্দিন। সভার শুরুতেই রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের মৃত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আলোচনায় অংশ নেন ইউনিটের আজিবন সদস্য মোঃ আলতাফুজ্জামান মিতা, মোঃ আকরাম আলী খান রানা, অধ্যাপিকা মুসফেকা তাসলিম প্রমুখ। সভা পরিচালনা করেন নির্বাহী সদস্য কামরুল হুদা হেলাল।

Spread the love