বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

রেলমন্ত্রীর ভাইয়ের মৃতদেহ ধানমণ্ডি লেকে

রাজধানীর ধানমণ্ডি লেক থেকে রেলমন্ত্রী মুজিবুল হকের বড় ভাই অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এবিএম আব্দুল লতিফের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আব্দুল লতিফ ধানমণ্ডির পাঁচ নম্বর রোডের ২৩/এ নম্বর বাসায় থাকতেন।

রবিবার দুপুরে স্থানীয়রা লেকের পানিতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।  দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ওসি জানান, তিনি জানান, আব্দুল লতিফের প্যান্টের চেইন খোলা ছিল। ধারণা করা হচ্ছে শনিবার রাতে ধানমন্ডি লেকে হাঁটার সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে পানিতে পড়ে যেতে পারেন আব্দুল লতিফ।।