
বাংলাদেশ রেলওয়ের আগাম টিকিট বিক্রির ২য় দিন সোমবার রাজধানীর কমলাপুর থেকে ১৮ জন কালোবাজারীকে ধরেছে রেলওয়ে পুলিশ। কাউন্টারের বুকিং মাস্টারদের সাথে যোগসাজশে তারা টিকেট কিনে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চালাচ্ছিল বলে পুলিশের ধারণ। আগামী ২৫ জুলাই শুক্রবারের যাত্রার টিকেটের জন্য গতকাল রবিবার সন্ধ্যার পর থেকেই কমলাপুর রেলস্টেশনে ভিড় করতে শুরু করে মানুষ। তারপরও বগুড়া, নীলফামারী, রংপুরসহ বিভিন্ন জেলার টিকেট শেষ হয়ে যায় সময়ের আগেই। ফলে হতাশ হয়ে ফিরে যেতে হয় অনেককে।
পক্ষান্তরে বেশি টাকা মুনাফার লোভে একটি চক্র বুকিং মাস্টারদের সহায়তায় টিকিটের কালোবাজারি করার সময় সিসি ক্যামেরায় ধরা পড়ে তারা। এসময় দেখে এদের মধ্যে ১৮ জনকে আটক করে রেলওয়ে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।