
একরামুল হক বেলাল,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দুরত্ব ও একই ট্রেনে দু’রকম ট্রেন যাত্রীদের কাছ থেকে রেল কর্তৃপক্ষ ভাড়া আদায় করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। যাত্রীরা বলছেন রেলেওয়েতে দু’রকম ভাড়া নেওয়ার আইন আছে তা জানা ছিল না।
পার্বতীপুর থেকে রংপুর অভিমুখে রংপুর কমিউটার ট্রেনের ০০৮৭০১ নম্বরের টিকিট যাত্রী গত মঙ্গলবার বলেছেন পার্বতীপুর থেকে রংপুর যাওয়ার সময় পার্বতীপুর বুকিং অফিস ট্রেনের ভাড়া নিয়েছেন ১৮ টাকা। ওই ট্রেন যাত্রী ওই দিনেই ওই ট্রেনে পার্বতীপুর ফেরার পথে টিকিট কাটতে গেলে রংপুর থেকে পার্বতীপুর ট্রেনের ০০৭৩২৮ নম্বরের টিকটিধারী যাত্রীর কাছ থেকে ভাড়া ২০ টাকা নেওয়া হয়েছে। যা টিকিটের গায়ে ছাপানোকৃত টাকা অংকে লেখা রয়েছে। তবে পার্বতীপুর থেকে রংপুরের দুরত্ব ৩৯ কিঃ মিটার লেখা আছে। এব্যাপারে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমজোনের চীফ কমার্শিয়াল ম্যানেজার হাবিবুর রহমানের কাছে বুধবার বিকেলে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, ওই ট্রেনের ভাড়ার বিষয়টি তার জানা নেই। তিনি বলেন, দু’রকম হওয়ার কথা নয়। তবে তিনি বিষয়টি দ্রুত খতিয়ে দেখবেন বলে উল্লেখ করেন।