রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

‘লতিফ ইস্যুতে সরকার ফায়দা নেয়ার চেষ্টা করছে’

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লতিফ সিদ্দিকী ইস্যুতে ধর্মপ্রাণ মানুষের ক্ষোভকে উস্কে দিয়ে সরকার বিভিন্নভাবে রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা করছে। এ সময় লতিফ সিদ্দকী আসলেই দেশে ফিরেছেন কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, সরকারকে পরিষ্কার করতে হবে তিনি আসলেই ফিরেছেন কিনা। যদি তিনি ফিরে থাকেন, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও তাকে গ্রেফতার করা হলো না কেন। সরকার লতিফের বিষয়টি গোপন করছেন কেন, দেশের ধর্মপ্রাণ মানুষদেরকে উস্কে দিয়ে তাদের উপর জঙ্গিবাদের সেই চিরাচরিত অভিযোগ নিয়ে আসার জন্য। আজ মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

Spread the love