
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : মহানবী (সাঃ) ও পবিত্র হজ্ব নিয়ে কটুক্তি করায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীবেক মন্ত্রী পরিষদ থেকে অপসারন, গ্রেফতার ও ফাঁসির দাবীতে দিনাজপুর জাগপা মজদুরলীগ মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
বৃহস্পতিবার বেলা ১২টায় শহরের বাহাদুর বাজার মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে জাগপা মজদুরলীগের নেতাকর্মী, সাধারন ব্যবসায়ীসহ সর্বসত্মরের মানুষ অংশ গ্রহন করে। মজদুরলীগ জেলা শাখার সভাপতি মাহবুব আলম ননীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী তরম্নণ দল দিনাজপুর জেলা শাখার সভাপতি শাহনেওয়াজ হোসেন মিন্টু, এন এ মার্কেট কমিটির সাধারন সম্পাদক মোঃ ইকবাল হোসেন, শীতল পস্নাজার ব্যবসায়ী জহুরম্নল হক ও মাসুদ পারভেজ প্রমুখ। বক্তারা বলেন, একমাত্র নাসিত্মক ছাড়া মহানবী (সাঃ) ও পবিত্র হজ্ব সম্পর্কে কটুক্তি করার কারো দুঃসাহস নেই। বক্তারা অবিলম্বে লতিফ সিদ্দিকীকে মন্ত্রী পরিষদ থেকে অপসারন, গ্রেফতার ও দৃষ্টামত্মমুলক শাসিত্মর দাবী করেন। বক্তারা বলেন, সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভুতির উপর আঘাত হেনেছে নাসিত্মক আব্দুল লতিফ সিদ্দিকী। তাকে কোন অবস্থাতেই ক্ষমা করা যাবে না।
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি, মোবাইলঃ ০১৭১৮৪০৯২৯২, তারিখঃ ০২-১০-২০১৪।