
দিনাজপুর প্রতিনিধি : পবিত্র হজ্ব ও তাবলিগ সম্পর্কে কটূক্তি করায় লতিফ সিদ্দিকীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে দিনাজপুরে হেফাজতে ইসলাম বিক্ষোভ করেছে।
শুক্রবার বাদ জুমা দিনাজপুর ইনস্টিটিউট মাঠ হতে হেফাজতে ইসলাম দিনাজপুর জেলা শাখার আহবায়ক মাওঃ মতিউর রহমান কাসেমীর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ইনস্টিটিউট মাঠে গিয়ে শেষ হয়। মিছিলে হেফাজমের ইসলামের নেতাকর্মীসহ ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহন করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম জেলা শাখার আহবায়ক মাওঃ মতিউর রহমান কাসেমী, হেফাজত নেতা মাওঃ খারুজ্জামান প্রমূখ। বক্তারা পবিত্র হজ্ব ও তাবলিগ সম্পর্কে কটুক্তি করায় অবিলম্বে ডাক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে দৃষ্টামত্মমূলক শাস্তির দাবী জানান।