
আহসান হাবীব : পবিত্র হজ্ব ও তাবলিগ সম্পর্কে কটূক্তি করায় লতিফ সিদ্দিকীকে গ্রেফতার ও ফাসির দাবীতে দিনাজপুরের বীরগঞ্জে ইমাম ও তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ। সমাবেশে লতিফ সিদ্দিকীর কুশপুত্তলিকায় থুথু এবং জুতা পেটার পর অগ্নিসংযোগ করা হয়।
শুক্রবার বিকেল ৫টায় কেন্দ্রিয় জামে মসজিদ হতে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন শহীদ মিনার চত্তরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বীরগঞ্জ ইমাম ও তৌহিদী জনতার আহবায়ক হাটখোলা জামে মাসজিদের ইমাম হযরত মাওলানা হেফজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীরগঞ্জ পৌর সভার মেয়র মাওলানা মোহাম্মদ হানিফ, নুরুল উলুম কওমী ও হাফিজিয়া মাদরাসার মহতামিম আলহাজ্ব হযরত মাওলানা আবু হাসেম, কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম হযরত মাওলানা আব্দুল কাদের রহমানি, থানা মসজিদের ইমাম হযরত মাওলানা মতিউর রহমান, মাকড়াই জামে মসজিদের ইমাম হযরত মাওলানা আব্দুল আউয়াল, উত্তর সুজালপুর শাহী মসজিদের ইমাম হযরত মাওলানা মুফতি জাহেদুল ইসলাম প্রমূখ।
বক্তাগণ পবিত্র হজ্ব ও তাবলিগ সম্পর্কে কটুক্তি করায় অবিলম্বে ডাক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার ও ফাঁসির দাবী জানান।