
ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী লতিফ সিদ্দিকীর শাস্তির দাবীতে পঞ্চগড়ে বিক্ষোভ করেছে ঈমান আক্বিদা রক্ষা কমিটিসহ মুসল্লিরা। আজ বুধবার দুপুরে জেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি ঈমান আক্বিদা রক্ষা কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, পঞ্চগড় ঈমান আক্বিদা রক্ষা কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুর রহমান, উপদেষ্টা মুফতি আনম আব্দুল করিম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ। বক্তরা অবিলম্বে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী লতিফ সিদ্দিকীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। অন্যথায় আরো কঠোর কর্মসূচীর দেয়া হবে বলে জানান। পরে তারা প্রধানমন্ত্রীর বরাবরে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ে স্মারক লিপি প্রদান করেন।