
জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে লন্ডনে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার স্থানীয় সময় বিকেল ৬টা ৫০ মিনিটে ব্রিটিশ এয়ারওয়েজের একটি উড়োজাহাজে চড়ে লন্ডন হিথরো বিমানবন্দরে পৌঁছান তিনি।
এসময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ব্রিটেনে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার মো. আব্দুল হান্নান, ডেপুটি হাইকমিশনার খোন্দকার এম তালহা, প্রধানমন্ত্রীর বোন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান শরীফ, সহ-সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক ও যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী প্রমুখ।
দু‘দিনের এই ব্যক্তিগত সফরে প্রধানমন্ত্রী কোনো কর্মসূচিতে অংশ নেবেন না বলে জানিয়েছে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন সংশ্লিষ্ট একটি সূত্র।
আগামী ১ অক্টোবর বুধবার দেশের উদ্দেশে লন্ডন ত্যাগের আগ পর্যন্ত প্রধানমন্ত্রী বোন শেখ রেহানার সঙ্গেই একান্তে সময় কাটাবেন বলে জানা গেছে।
গত ২২ সেপ্টেম্বর জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছান। আট দিনের যুক্তরাষ্ট্র সফরকালে প্রধানমন্ত্রী সাধারণ পরিষদের অধিবেশন ছাড়াও জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে আয়োজিত জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি বিশেষ সম্মেলনসহ অন্যান্য কর্মসূচিতে অংশ নেন।
ব্যস্ততম এসব কর্মসূচির ফাঁকে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিশ্ব নেতাদের সঙ্গে পৃথক পৃথক বৈঠকে মিলিত হন।