সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক : আজ পবিত্র হজে আকবর

Hআজ শুক্রবার পবিত্র হজ। আর এবার পালিত হবে  হজে আকবর। বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়ে গেছে এবারের হজের আনুষ্ঠানিকতা। হাজীরা এহরাম বেঁধে লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি দিয়ে পবিত্র মক্কা থেকে মিনার উদ্দেশে রওনা দিয়েছেন। ফলে মুসলমানদের প্রিয় পূণ্যভুমি পবিত্র মিনায় এখন লাখ লাখ মুসল্লির সমবেত কণ্ঠে ধ্বনিত হচ্ছে- ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক’। অর্থাৎ প্রভু হে, বান্দা তোমার দরবারে হাজির। এরমধ্য দিয়েই শুরু হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। অন্যান্য বছরের মতো বিশ্বের প্রায় ২০ লাখ ধর্মপ্রাণ মুসলিম শুক্রবার পবিত্র হজ পালন করবেন। এ বছর পবিত্র জুমার দিনে মূল হজ অনুষ্ঠিত যাচ্ছে বিধায় হাজীরা পেতে যাচ্ছেন হজে আকবর এর মর্যাদা। জুমা এবং হজ একই দিনে অনুষ্ঠিত হলে ওই বছরের হজকেই বলা হয়- হজে আকবর।
হাজীরা বৃহস্পতিবার মিনায় ৫ ওয়াক্ত কসর নামাজ আদায় করবেন এবং শুক্রবার সকাল পর্যন্ত সেখানে অবস্থান করবেন।শুক্রবার ফজরের পর তারা আরাফাতের উদ্দেশে যাত্রা করবেন। আরাফাতের ময়দানে হজের খুতবা শুনবেন এবং এক আজানে জুমা ও আসরের নামাজ আদায় করবেন। এরপর সন্ধ্যায় সূর্যাস্তের পর তারা মুজদালিফার উদ্দেশে আরাফাতের ময়দান ত্যাগ করবেন। মুজদালিফায় পৌঁছে আবারও এক আজানে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ। সেখান থেকে জামারায় (প্রতীকী শয়তান) নিক্ষেপের জন্য কঙ্কর সংগ্রহ করবেন।
মুজদালিফায় খোলা আকাশের নিচে রাতযাপনের পর ১০ জিলহজ শনিবার সকালে সূর্য উদয়ের পর জামারায় পাথর নিক্ষেপের জন্য রওনা দেবেন হাজীরা। সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পূর্বেই অর্থাৎ দুপুরের আগে জামারাতুল আকাবায়- বড় শয়তানকে ৭টি পাথর নিক্ষেপ করবেন তারা। এর পর আল্লাহর সন্তুষ্টির আশায় হাজীরা পশু কোরবানি করবেন।
এরপর মাথা মুণ্ডন করে ইহরাম খুলে পোশাক পরবেন হাজীরা। একে তাহাল্লুলে আসগর বলা হয়। তারপর তাওয়াফে ইফাদা অর্থাৎ কাবাঘর তাওয়াফ এবং সায়ী অর্থাৎ সাফা-মারওয়ায় ৭ চক্কর শেষ করে ফের মিনায় ফিরে যাবেন। যারা ১২ তারিখ সূর্যাস্তের পূর্বে মিনা ত্যাগ করতে পারবেন না, তারা ১৩ তারিখ মঙ্গলবার সূর্যাস্তের পূর্ব পর্যন্ত মিনায় অবস্থান করবেন এবং জামারায় ১১ ও ১২ তারিখের মতো পাথর নিক্ষেপ করবেন।
এরপর আগামী বুধবার মক্কায় অবস্থান করে বিদায়ী তাওয়াফ সম্পন্ন করে স্বদেশ প্রত্যাবর্তন করবেন।যারা মদিনা জিয়ারত করবেন না তারা মদিনার উদ্দেশে মক্কা ত্যাগ করবেন। প্রসঙ্গত এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯৭ হাজার ৯৮৯ জন বাংলাদেশ থেকে হজ পালন করছেন। এর মধ্যে হজে গিয়ে সৌদি আরবে বাংলাদেশী ৩৫ জন হাজী ইন্তেকাল করেছেন। আগামী ৮ অক্টোবর থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হলে বাংলাদেশে হাজিরা দেশে ফিরতে শুরু করবেন।

Spread the love