আল হাসান সোহাগ, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রায় ৩০ মিনিট ধরে মাঝারি আকারে শিলা বৃষ্টি হয়। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে কৃষকরা জানান।
বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে হঠাৎ শিলা বৃষ্টি শুরু হয়। উপজেলার সানিয়াজান, চর ঠংঝারা, নিজ শেখ সুন্দর, গড্ডিমারী,ধুবনী, সিন্দুর্না,হলদি বাড়ী,ফকির পাড়া, এসব এলাকায় আমের মুকুল, ভুট্টা, তামাক, মরিচ ক্ষতি, পিয়াজ, রশুন ও গমসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
হাতীবান্ধা উপজেলার ফকির পাড়া ইউনিয়নে কৃষক শফিকুল ইসলাম জানান শিলা বৃষ্টিতে তার ২ বিঘা তামাক ও মরিচ ক্ষতি নষ্ট হয়েছে। কৃষকরা আরও জানান বৃষ্টিও শিলা বৃষ্টিতে ভুট্টা ক্ষেতের উপকা হলেও ক্ষতির পরিমান বেশী হয়েছে।
হাতীবান্ধা উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম জানান এই শিলা বৃষ্টিতে হালকা কিছু ফসলে ক্ষতি হয়েছে। আমাদের কৃষি উপসহকারীরা মাঠে গেলে ক্ষয়ক্ষতির বিষয়টি নিরুপণ করা সম্ভব হবে।