মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

লায়ন্স কাবের প্রতিবন্ধী ও দুঃস্থদের মাঝে হুইল চেয়ার বিতরণ

কাশী কুমার দাস,ষ্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও লায়ন্স ক্লাব অব দিনাজপুর এর প্রেসিডেন্ট আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম বলেছেন, বিশাল প্রতিবন্ধী জনগোষ্ঠিকে বাদ দিয়ে দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। তাদের দক্ষ করে মানবসম্পদে রুপান্তর করতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালী মানুষদের এগিয়ে আসতে হবে।
আজ সোমবার লায়ন্স কাব অব দিনাজপুর আয়োজিত লায়ন সেবামাস-২০১৫ উপলক্ষে লায়ন্স ভবনে প্রাতবন্ধী ও দুঃস্থ মহিলাদের মাঝে হুইল চেয়ার সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন কাব প্রেসিডেন্ট লায়ন আরএইচ ফারুক শামীম, লায়ন লুৎফর রহমান মিন্টু, লায়ন জামিল আহাম্মেদ ভোলা, লায়ন প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন, লায়ন মোঃ শাহেদ রিয়াজ পিম, লায়ন সৈয়দ মিজানুর রহমান মুন্না, লায়ন শাহানা ইসলাম, সেবা মাস-২০১৫ উদযাপন উপ-কমিটির আহবায়ক লায়ন আলহাজ্ব মোকাররম হোসেন খান, লায়ন আলহাজ্ব রেজওয়ান চৌধুরী রানা, লায়ন সাইদুর রহমান ও লায়ন সাহারা খানম দিনি। প্রধান অতিথি এবং ক্লাব প্রেসিডেন্ট মোঃ ফরিদুল ইসলাম ও সদস্যরা প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ার ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।